ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমিরাতের বন্ধ ভিসা চালুর উদ্যোগ 

মুহাম্মদ শাহ জাহান, ইউএই থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫  
আমিরাতের বন্ধ ভিসা চালুর উদ্যোগ 

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার দুবাই সফর নিয়ে বিস্তারিত জানান তার প্রেস সচিব শফিকুল আলম

ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দিতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সংযুক্ত আরব আমিরাতের দুবাই সফর করেছেন। দেশটিতে বাংলাদেশিদের জন্য বন্ধ থাকা ভিসা চালুর বিষয়ে তিনি উদ্যোগ নিয়েছেন। কর্তৃপক্ষের সঙ্গে করেছেন আলোচনা। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ৯টায় স্থানীয় এক হোটেলে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রধান উপদেষ্টার আমিরাত সফরের মাধ্যমে আমিরাত সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধির কথা জানান তিনি। 

প্রেস সচিব বলেন, “প্রবাসীদের কাছে থেকে সরাসরি সমস্যার কথা শুনেছেন প্রধান উপদেষ্টা। তিনি এসব সমস্যা সমাধানের ব্যাপারেও উদ্যোগ নেবেন৷ এছাড়া, ভিসা চালুর ব্যাপারে প্রফেসর ইউনূস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন৷ এ বিষয়ে রেজাল্ট হলে জানতে পারবেন৷”

ভিসা চালু হলে যেন কাজ জানা লোক পাঠানো হয় এ ব্যাপারে প্রেস সচিবকে অবহিত করেন আমিরাত প্রবাসী সাংবাদিকরা৷ প্রয়োজনে দেশে প্রশিক্ষণ কেন্দ্র চালুর প্রস্তাবও দেওয়া হয়৷

এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের প্রেস উইং আরিফুর রহমান, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রাশীদ, সহ-সভাপতি এস এম মোদাসসের শাহ, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন, সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আসিফ, নির্বাহী সদস্য মেহেদি রুবেল, সদস্য আশিক ইসলাম।

ঢাকা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়