ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চট্টগ্রামে ১৩০টি সোনার বারসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩২, ১৮ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে ১৩০টি সোনার বারসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক  বিমানবন্দরে ১৩০টি সোনার বারসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা। আটক যাত্রীর নাম মোহাম্মদ জয়নাল। উদ্ধারকৃত সোনার বারগুলোর ওজন ১৫ কেজি ১৬৩ গ্রাম প্রায়।

শুক্রবার সকালে শারজাহ থেকে এয়ার এরাবিয়ার ফ্লাইটে চট্টগ্রাম বিমানবন্দরে  আসার পর ওই যাত্রীর বহনকৃত চার্জার লাইটের ভিতর থেকে এসব সোনার বার উদ্ধার করা হয়।

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সরোয়ার ই জামান সোনার বার উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, বিমান থেকে নেমে আসার পর যাত্রী জয়নালের গতিবিধি সন্দেহজনক মনে হয়। সেজন‌্য তার লাগেজ তল্লাশি করা হয়। সে সময় লাগেজে থাকা চার্জার লাইটের ছয়টি ব্যাটারির মধ্যে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১৩০টি সোনার বার উদ্ধার করা হয়। আটকের পর জয়নালের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


চট্টগ্রাম/রেজাউল/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়