ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনায় ময়মনসিংহে আক্রান্ত ২৫, মৃত্যু এক

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:২৪, ৩ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনায় ময়মনসিংহে আক্রান্ত ২৫, মৃত্যু এক

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে তিন শিফটে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়।  এর মধ্যে নতুন করে আরো ২৫ জনের করোনা পজিটিভ হয়েছে এবং মৃত্যু হয়েছে এক জনের।

আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের একজন চিকিৎসকসহ ৬ জন, ভালুকায় ৪ জন, ঈশ্বরগঞ্জে ২, গফরগাঁওয়ে এক স্বাস্থ্যকর্মী, হালুয়াঘাটে একজন ও ফুলবাড়িয়ায় উপজেলায় একজন রয়েছেন।

এছাড়া নেত্রকোনা জেলার মোহনগঞ্জে ৬, আটপাড়ায় এক চিকিৎসকসহ ৩ জন এবং মদন উপজেলায় ১জন করোনায় আক্রান্ত হয়েছেন।

রোববার (৩ মে) রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ৩৩২ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ১৬৯ জন, জামালপুর জেলায় ৭৩ জন, নেত্রকোনা জেলায় ৫৮ এবং শেরপুর জেলায় ৩২  জন।

ময়মনসিংহ সিভিল সার্জন একেএম শফিউল আলম বলেন, করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহের ভালুকা পৌর এলাকার আবু হানিফ (৬০) নামে একজন ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা গেছে।  গত ১৯ এপ্রিল তার করোনা পজিটিভ হয়।  এরপর তাকে ঢাকায় ভর্তি করা হয়।

 

ময়মনসিংহ/ মিলন/সাইফ

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়