ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

রূপগঞ্জ ইউনিয়নকে লকডাউন ঘোষণা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৯, ১১ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
রূপগঞ্জ ইউনিয়নকে লকডাউন ঘোষণা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নকে রেডজোন চিহ্নত করে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসক।

বৃহস্পতিবার (১১ জুন) রাত বারটা থেকে রূপগঞ্জ সদর ইউনিয়ন এলাকা ২১ দিনের জন্য লকডাউন কার্যকর করা হবে।

বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক জসীম উদ্দিন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার জায়েদুল আলম, সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুইয়া, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম প্রমুখ।

জেলা প্রশাসক জসীম উদ্দিন জানান, ইউনিয়নটিতে করোনা রোগীর সংখ্যা বেশি হওয়ায় রেডজোন ঘোষণা করা হয়েছে। আজ রাত ১২ থেকে আগামী ২১ দিনের জন্য এ এলাকা লকডাউন করা হয়েছে। এ আদেশ অমান্য করলে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।

রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে মোট নয়টি ওয়ার্ডের বাসিন্দারা কোনো অজুহাত দেখিয়ে এলাকার বাইরে বের হতে ও প্রবেশ করতে পারবেন না। আটকে পড়া এলাকাবাসীর টেলি স্বাস্থ্য সেবাসহ ইউনিয়নের মেম্বার সমন্বয়ে গঠিত কমিটি তাদের বাড়িতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করবে।



রাকিব/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়