ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জিন্সের প্যান্টের ছোট পকেট রহস্য

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৮, ২৬ জানুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জিন্সের প্যান্টের ছোট পকেট রহস্য

ডেস্ক নিউজ : একটা সময় জিন্স মানেই ছিল মোটা কাপড় আর শীতের সময় আরামদায়ক এমন পোশাক। কিন্তু এখন সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে এমন ভাবনা। কোনো সমীক্ষা না করেই এটা বলে দেয়া যায় যে, বিশ্বব্যাপী তরুণ-তরুণীদের অন্যতম প্রিয় পোশাক এখন জিন্স। সুতরাং সেভাবেই এখন জিন্সের পোশাক তৈরি করা হয়। তাতে সেই আদিকালের জিন্স (তুলনামূলক মোটা এবং খসখসে) খুঁজে পাওয়া না গেলেও জিন্সের প্যান্টে অন্তত একটি জিনিস আগের মতোই রয়েছে। সেটি হলো প্যান্টের পকেটের মধ্যে ছোট আরেকটি পকেট।

 

বাজি ধরে বলা যায়, অনেক তরুণ-তরুণীই বলতে পারবেন না, এই পকেটের রহস্যটা কী? অনেকে হয়তো এই পকেট ব্যবহারই করেন না। হ্যাঁ, কেউ কেউ হয়তো খুচরো পয়সা, বা ছোটখাটো জিনিস রাখেন। কিন্তু বেশির ভাগ মানুষই এই পকেট ব্যবহার করেন না। কারণ পকেটটা এতই ছোট যে কোনো কিছু রাখা সম্ভব নয়। তা হলে এ ধরনের পকেট আছে কেন?

 

এতদিনে জানা গেছে এর কারণ। সম্প্রতি এক বস্ত্র বিশেষজ্ঞ এই পকেটের রহস্যের কথা জানিয়েছেন। আঠার শতকে কাউ বয়রা চেন দেওয়া ঘড়ি ব্যবহার করতেন। ঘড়ি রাখতেন তাদের ওয়েস্টকোটে। কিন্তু সে ক্ষেত্রে বেশির ভাগ সময়েই ঘড়ি ভেঙে যাওয়ার ভয় থাকত।

 

ঘড়ি সুরক্ষিত রাখার জন্য তখন থেকেই জিন্সের প্যান্টে এই পকেটের আবির্ভাব। এখন অবশ্য সেই ঘড়ির চল নেই। তবে ঐতিহ্য বজায় রেখে এখনো জিন্সের প্যান্টে ছোট পকেটটি রাখা হয়।

 

তথ্যসূত্র : ডেইলি লাইভ

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ জানুয়ারি ২০১৬/সাইফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়