ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

আমাদের লক্ষ্য ট্রেনিংস্কুল এলাকায় ১০ হাজার বৃক্ষরোপণ : বেনজীর

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৫, ২০ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আমাদের লক্ষ্য ট্রেনিংস্কুল এলাকায় ১০ হাজার বৃক্ষরোপণ : বেনজীর

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, আজকে এখানে বিভিন্ন প্রজাতির প্রায় ৮০০ বৃক্ষরোপণ করব। আমাদের লক্ষ্য হচ্ছে এই ট্রেনিংস্কুল এলাকায় ১০ হাজার বৃক্ষরোপণ করা হবে।

তিনি বলেন, সরকারের সিদ্ধান্তে সাড়া দিয়ে সারা দেশের মানুষ বৃক্ষরোপণে এগিয়ে আসবেন। এক সময় ৮০’র দশকে দেশের বনাঞ্চল কমতে কমতে ৫/৬ ভাগে চলে গিয়েছিল। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আস্তে আস্তে তা প্রায় শতকরা ১৮ ভাগে উন্নীত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের পোড়াবাড়ি এলাকায় র‌্যাব-১ এর ট্রেনিং স্কুল চত্বরে বিভিন্ন প্রজাতির ফুল-ফল-ঔষধি ও দুষ্প্রাপ্য গাছের বাগান উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।



বেনজীর বলেন, যেকোনো দেশের এভায়রনমেন্টের জন্য শতকরা ২৫ ভাগ বৃক্ষ থাকা দরকার। আমরা আশা করি, যদি আমরা সবাই মিলে এভাবে বৃক্ষরোপণ করি, তা হলে খুব শিগগিরই ২৫ ভাগ যে বনাঞ্চল থাকা দরকার সেটা আমরা এচিভ করতে পারব।

তিনি আরো বলেন, আমি মনে করি এটা অসম্ভব অর্জন হবে। কারণ বাংলাদেশের জনসংখ্যা, শিল্পায়ন, নগরায়ন বাড়ছে, কৃষি জমি কমছে। তারপরও যদি আমরা বনায়ন বাড়াতে পারি। আমি মনে করি, আমরা বিশ্বে ইতোমধ্যে অনেক বিষয়ে অন্যন্য উদাহরণ সৃষ্টি করেছি, এটা একটা উদাহরণ হবে।

এ সময় র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপস) কর্নেল আনোয়ার লতিফ খান,  অতিরিক্ত মহাপরিচালক (অ্যাডমিন) মো. জামিল আহমেদ, র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মো. মুফতি মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ গাজীপুর / ২০ জুলাই ২০১৭/ হাসমত আলী/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়