ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

বিড়ি শিল্পের ষড়যন্ত্র বন্ধের দাবিতে মানববন্ধন

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৭, ৭ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিড়ি শিল্পের ষড়যন্ত্র বন্ধের দাবিতে মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বিড়ি শ্রমিকরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার হোসেনাবাদে বিড়ি শিল্পের ওপর বৈষম্যমূলক শুল্কনীতি প্রত্যাহার এবং সব ধরনের ষড়যন্ত্র বন্ধের দাবিতে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিন উদ্দিন বিএসসি, সাধারণ সম্পাদক এমকে বাঙ্গালী, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।

ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কুষ্টিয়া জেলার বিভিন্ন বিড়ি ফ্যাক্টারির হাজার হাজার নারী-পুরুষ শ্রমিকরা অংশগ্রহণ করেন।



রাইজিংবিডি/কুষ্টিয়া/৭ নভেম্বর ২০১৭/কাঞ্চন কুমার/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়