ঢাকা     শুক্রবার   ১৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

পুকুরে ডুবে জমজ ২ শিশুর মৃত্যু

শাহীন রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৯, ১৪ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুকুরে ডুবে জমজ ২ শিশুর মৃত্যু

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলায় পুকুরের পানিতে ডুবে জমজ দুই ভাই আদিব হোসেন ও আরাফাত হোসেনের মৃত্যু হয়েছে।

রোববার বিকেলে তারা মারা যায়। তারা উপজেলার দাশুড়িয়া কলেজপাড়া গ্রামের বিপ্লব হোসেনের ছেলে। তাদের বয়স দেড় বছর।  

বাবা বিপ্লব হোসেন জানান, দুই ছেলে আরাফাত ও আদিব বাড়ির পাশে খেলাধুলা করত। প্রতিদিনের মতো আজও বাড়ির পাশে খেলার সময় কখন পুকুরের পানিতে পড়ে ডুবে গেছে, তা কেউ জানতে পারেনি। অনেক খোঁজাখুজির পর বিকেল ৫টার দিকে পুকুরে দুই ছেলের দেহ ভেসে ওঠে। তাদের দ্রুত ঈশ্বরদী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক হাসনা হেনা জানান, মৃত অবস্থায় আদিব ও আরাফাতকে হাসপাতালে আনা হয়েছিল।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, খেলাধুলা করতে করতে শিশু দুটি পুকুরের পানিতে ডুবে মারা গেছে।



রাইজিংবিডি/পাবনা/১৪ জানুয়ারি ২০১৮/শাহীন রহমান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়