রাজশাহী জেলা পরিষদ থেকে বৃত্তি পেল ২৩১ শিক্ষার্থী
রাজশাহী জেলা পরিষদ থেকে শিক্ষাবৃত্তি পেয়েছে ২৩১ জন শিক্ষার্থী। বুধবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে বৃত্তির চেক তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মুনসুর রহমান।
অনুষ্ঠানে রাজশাহী জেলা ও মহানগরীর মাধ্যমিক পর্যায়ের ১২০, উচ্চমাধ্যমিক পর্যায়ের ২৪ জন এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ৮৭ জন শিক্ষার্থীর মাঝে মোট ৬ লাখ ৬৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এর মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের প্রত্যেক শিক্ষার্থীকে ৩ হাজার এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের প্রত্যেক শিক্ষার্থীকে ৪ হাজার টাকা করে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. মুনসুর রহমান বলেন, বৃত্তির টাকার পরিমাণ খুব কম। কিন্তু মনে রাখতে হবে, সবাই এটা পায়নি। যারা মেধাবী কেবল তারাই পেয়েছে। জেলা পরিষদের এই শিক্ষাবৃত্তিকে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করে শিক্ষার্থীদের ভালোভাবে পড়াশোনা করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার।
রাজশাহী/তানজিমুল হক/বকুল
রাইজিংবিডি.কম