ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হবিগঞ্জ কারাগার থেকে মুক্তি পেলেন ৫ বন্দি

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৪, ৩ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হবিগঞ্জ কারাগার থেকে মুক্তি পেলেন ৫ বন্দি

করোনার কারণে হবিগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বিশেষ ক্ষমায় পাঁচ বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। রবিবার (৩ মে) বিকেল তিনটার দিকে তাদের মুক্তি দেওয়া হয়।

মুক্তিপ্রাপ্তরা হলেন, জেলার মাধবপুর উপজেলার রুবেল মিয়া, নবীগঞ্জ উপজেলার শিবলী বেগম, ইমন চৌধরী, ইমরান চৌধুরী ও বানিয়াচং উপজেলার মনির মিয়া।

বিষয়টি নিশ্চিত করে কারাগারের জেলার মোঃ জয়নাল আবেদীন ভূইয়া বলেন, বন মামলায় ১০ হাজার টাকা জরিমানা থাকায় চুনারুঘাট উপজেলার সুজন মুন্ডা ও চন্দ্র মুন্ডা নামে দুজন মুক্তি পাচ্ছেন না। তবে তারা জরিমানা পরিশোধ করলে তাৎক্ষণিক মুক্তি দেয়া হবে।

তিনি বলেন, মুক্তিপ্রাপ্ত সকলেই ভ্রাম্যমাণ আদালতসহ অন্যান্য মামলায় ছয় থেকে এক বছরের সাজাপ্রাপ্ত ছিলেন। পর্যায়ক্রমে এ কারাগার থেকে এ ৭ জনসহ ৬২ জন মুক্তি পাবেন।


মামুন চৌধুরী/নাসিম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়