ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঝালকাঠিতে ৩ পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৬, ১৬ সেপ্টেম্বর ২০২০  
ঝালকাঠিতে ৩ পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা

ঝালকাঠির রাজাপুরে বেশি দামে পেঁয়াজ বিক্রয় করার অপরাধে তিন ব্যবসায়ীকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলা সদরের বাগড়ি বাজার ও বাইপাস বাজারে অভিযান চালিয়ে এ জমিরানা করা হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক অনুজা মণ্ডল বিষয়ের সত‌্যতা নিশ্চিত করেছেন।

জরিমানাপ্রাপ্তরা হলেন—  উপজেলা সদরের মৃত মঈনউদ্দিন মোড়লের ছেলে মো. চুন্নু মোড়ল (৫৮), মৃত আনন্দ মণ্ডলের ছেলে অরুন মণ্ডল (৬৫), মো. জালাল উদ্দিন হাওলাদারের ছেলে আব্দুল লতিফ হাওলাদার (৫৩)।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক অনুজা মণ্ডল জানান, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার সংবাদ বিভিন্ন মিডিয়ায় প্রচার হওয়ায় পরে কিছু অসাধু ব্যবসায়ী বেশি মুনাফা লাভের আশায় পেঁয়াজের বাজার মূল্যের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রয় ও মজুদ করছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ‌্যমে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান পরিচালনা করা হয়।

জনসাধারণের সুবিধার্থে এমন অভিযান অব্যাহত অব‌‌্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

অলোক/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়