ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নেত্রকোনায় তৃতীয় ধাপে পৌর নির্বাচনে প্রতীক বরাদ্দ

নেত্রকোনা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১১, ১১ জানুয়ারি ২০২১   আপডেট: ১৫:২১, ১১ জানুয়ারি ২০২১
নেত্রকোনায় তৃতীয় ধাপে পৌর নির্বাচনে প্রতীক বরাদ্দ

তৃতীয় ধাপে নেত্রকোনার দুর্গাপুর পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) সকালে দুর্গাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এসময় নেত্রকোনা-১ আসনের সাবেক সাংসদ ছবি বিশ্বাস, নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. আব্দুল লতিফ শেখ, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহনুর-এ আলম উপস্থিত ছিলেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, আগামী ৩০ জানুয়ারি দুর্গাপুর পৌরসভা নির্বাচনে ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

দুর্গাপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আলা উদ্দিন আলাল, ধানের শীষ প্রতীক পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. জামাল উদ্দিন, কাস্তে প্রতীক পেয়েছেন সিপিবি মনোনীত প্রার্থী মো. শামছুল আলম খান এবং হাতপাখা প্রতীক পেয়েছেন ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মুহাম্মাদ আব্দুল মান্নান। 

এ ছাড়াও দুর্গাপুর পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৪ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। 

এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২০ হাজার ১৯ জন।  এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৬৬৪ এবং নারী ভোটার ১০ হাজার ৩৫৫জন।

দেবল চন্দ্র দাস/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়