ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

মির্জাপুরে ভোট গণনা শেষে পুলিশের ওপর হামলা, আহত ৪

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৬, ৩০ জানুয়ারি ২০২১   আপডেট: ২০:৩০, ৩০ জানুয়ারি ২০২১
মির্জাপুরে ভোট গণনা শেষে পুলিশের ওপর হামলা, আহত ৪

টাঙ্গাইলের মির্জাপুর পৌর নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও ভোট গণনা শেষে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন।

শনিবার (৩০ জানুয়ারি) রাতে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ রিজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

শেখ রিজাউল করিম বলেন, মির্জাপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র আম্মাতুন নেছা কিন্ডার গার্টেন স্কুল কেন্দ্রের ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।  ভোট গণনা শেষে গাড়ি নিয়ে ফেরার পথে সওদাগর পাড়ায় রাস্তার ওপর গাছ ফেলে বাধার সৃষ্টি করে কাউন্সিলর প্রাথী মিন্টু সওদাগরের সমর্থকরা। গাছ সরাতে গেলে হঠাৎ করে পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে তারা। এ সময় আমি এবং তিন কনস্টেবল আহত হয়েছি।

তিনি আরও বলেন, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন। আহত পুলিশ সদস্যদের কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়েছে।

তবে হামলাকারীদের কেউ আহত হয়েছে কিনা জানা যায়নি। এ বিষয়ে মিন্টু সওদাগরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

হাসনাত/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়