ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নেত্রকোনায় পৌরসভা নির্বাচনি সামগ্রী বিতরণ

নেত্রকোনা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৮, ১৩ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৭:৪৭, ১৩ ফেব্রুয়ারি ২০২১
নেত্রকোনায় পৌরসভা নির্বাচনি সামগ্রী বিতরণ

চতুর্থ ধাপে আগামীকাল (১৪ ফ্রেব্রুয়ারি) নেত্রকোনা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।  এ উপলক্ষে শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা নির্বাচন কার্যালয় থেকে নির্বাচনী সামগ্রী বুঝিয়ে দেওয়া হয়।

এসময় প্রিজাইডিং অফিসারদের নিকট ইভিএম মেশিন, সিলসহ বিভিন্ন সরঞ্জামাদি বুঝিয়ে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান, আগামীকাল নেত্রকোনার ভোট অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশি নিরাপত্তার মাধ্যমে প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানো হচ্ছে। এছাড়া প্রতিটি কেন্দ্রে পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসারসহ কঠোর নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

এদিকে শনিবার সকালে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ লাইন্স মাঠে পুলিশ ও আনসারদের নিয়ে মতবিনিময় করেন পুলিশ সুপার আকবর আলী মুন্সী। এসময় তিনি নেত্রকোনা পৌরসভা নির্বাচনকে সুষ্ঠু করতে তাদের বিভিন্নভাবে দিকনির্দশনা প্রদান করেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নেত্রকোনা সদর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জন, কাউন্সিলর ৫১, সংরক্ষিত আসনে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দেবল/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়