ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘শ্রমিকদের মালিক না, সেবক হতে চাই’

জয়পুরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৫, ২৫ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ০৯:৫৭, ২৫ ফেব্রুয়ারি ২০২১
‘শ্রমিকদের মালিক না, সেবক হতে চাই’

শ্রমিকদের মালিক না বরং সেবক হয়ে পাশে থাকার প্রতিশ্রুতি ব‌্যক্ত করেছেন জয়পুরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে শহরের বাটার মোড়ে জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের আয়োজিত পথসভায় এ কথা বলেন তিনি।

মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, ‘আমি আপনাদের শ্রমিকের মেয়র হতে চাই। আপনাদের মালিক হতে চাই না, সেবক হতে চাই। শ্রমিকদের পাশে ছিলাম, সব সময় থাকব।’ 

আওয়ামী লীগ মেয়র প্রার্থী আরও বলেন, ‘বিগত ১৫ বছরে পৌর এলাকায় যে উন্নয়ন হয়নি তা গত পাঁচ বছরে হয়েছে। প্রতিটি ওয়ার্ড পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করেছি। জলাবদ্ধতা নিরসনে কাজ অব্যাহত রয়েছে। মানুষ নিশ্চয়ই আগামী ২৮ ফেব্রুয়ারির পৌর নির্বাচনে এসব কাজের মূল্যায়ন করবে।’

জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপনের সহযোগিতা ও নির্দেশনায় এ পৌরসভার ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত করার কথা জানান তিনি।

এ সময় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন— আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সাবেক মেয়র আব্দুল আজিজ মোল্লা, বাংলাদেশ বিল্ডিং কনস্ট্রাকশনের সভাপতি আব্দুল মতিন, জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সদস্য রাব্বু মিয়া নুরু, রাহাত হোসেন জনি, মইনুল দেওয়ান প্রমুখ।

শামীম/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়