Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ১৮ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ৩ ১৪২৮ ||  ০৯ সফর ১৪৪৩

লকডাউনে পেঁয়াজের দাম বেড়েছে হিলি বন্দরে

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩২, ৫ এপ্রিল ২০২১  
লকডাউনে পেঁয়াজের দাম বেড়েছে হিলি বন্দরে

দিনাজপুরের হিলি স্থলবন্দরে লকডাউনের প্রথম দিনেই বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। 

একদিনের ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ৮ থেকে ১০ টাকা। আমদানি কম হওয়াতে বাড়ছে পেঁয়াজের দাম, এমনটিই বলছেন পেঁয়াজ ব্যবসায়ীরা।

সোমবার (৫ এপ্রিল) দুপুরে হিলি বাজার ঘুরে দেখা যায়, গত শনিবার যে পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হয়েছে ১৮ থেকে ২০ টাকা দরে, তা খুচরা বাজারে বিক্রি হয়েছে ২২ থেকে ২৪ টাকা দরে। আজ সেই পেঁয়াজ পাইকারিতে বিক্রি হচ্ছে ২৬ থেকে ২৮ টাকা কেজি দরে। আবার খুচরা ব্যবসায়ীরা বিক্রি করছেন ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে। একদিনের ব্যবধানে কেজিতে ৮ থেকে ১০ টাকা দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়ছেন, পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা।

হিলি বাজারের খুচরা ব্যবসায়ী মিঠু মিয়া রাইজিংবিডিকে বলেন, ‘হঠাৎ করে পেঁয়াজের দামটা বেড়ে গেলো। দাম বাড়াতে ক্রেতাদের সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে। পরশু দিন যে পেঁয়াজ ১৮ থেকে ২০ টাকা দামে কিনেছিলাম, আজ তা ২৬ থেকে ২৮ টাকা দরে কিনলাম।’

বাজারে পেঁয়াজ কিনতে আসা রফিকুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, ‘গত তিনদিন আগে ২০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছিলাম। আজ দেখি ৩০ টাকা দাম।’

আজিজুর রহমান নামের একজন ক্রেতা রাইজিংবিডিকে বলেন, ‘লকডাউন শুরু না হতেই এতো দাম বাড়ছে। একদিন আগে তো দাম অনেক কম ছিলো। আমার মনে হয় এসময় বাজারে প্রশাসনের মনিটরিংয়ের প্রয়োজন।’

পেঁয়াজের দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে হিলি বাজারে পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী শাহাবুল ইসলাম রাইজিংবিডিকে জানান, বর্তমান পেঁয়াজের আমদানি কম। সরকার পেঁয়াজ এলসির পারমিট কম দিচ্ছে, যার কারণে দাম বেড়েছে। এছাড়াও লকডাউনে জন্য লোকজন ৫ কেজির জায়গায় ২০ থেকে ৩০ কেজি করে পেঁয়াজ কিনছে। যার কারণে দাম বাড়ছে।

এবিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম রাইজিংবিডিকে জানান, ব্যবসায়ীদের রশিদ দেখেছি,তারা ২৬ থেকে ২৭ টাকা দরে পাইকারি নিচ্ছেন। এবিষয়ে ব্যবসায়ীদের নিয়ে জেলায় আলোচনা করে দাম কমানোর ব্যবস্থা করা হবে।

মোসলেম/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়