ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

লাউয়াছড়া জাতীয় উদ্যানে আগুন

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৬, ২৪ এপ্রিল ২০২১  
লাউয়াছড়া জাতীয় উদ্যানে আগুন

মৌলভীবাজারের কমলগঞ্জ লাউয়াছড়া সংরক্ষিত বনে আগুনে লেগেছে।

শনিবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে লাউয়াছড়ার স্টুডেন্ট ডরমেটরি অংশে হঠাৎ আগুন লাগে।

স্থানীয় সূত্রে জানা যায়, সেখানে কাজ করছিল কিছু শ্রমিক। হটাৎ আগুন দেখে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়। কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

স্থানীয় গণমাধ্যমকর্মীদের সূত্রে জানা যায়, বনের ভেতরে রাস্তা না থাকায় ফায়ার সার্ভিস ভেতরে ঢুকতে দেরি হয়। এছাড়া পানি স্বল্পতা থাকায় আগুন বনে ছড়িয়ে পড়ে।

কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. নুরুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, ‘আমরা খবর পেয়ে সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছাই। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আমরা এখনও স্পটে আছি। বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়েছে।’

বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, বনবিভাগের লোকজন এবং ফায়ারসার্ভিস ঘটনাস্থলে আছে। কী কারণে আগুন লেগেছে তা তদন্ত করছে বনবিভাগ।

সাইফুল্লাহ হাসান/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়