ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ঢাকামুখী যাত্রীর চাপ বেড়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩১, ২৫ এপ্রিল ২০২১   আপডেট: ১৫:৫৫, ২৫ এপ্রিল ২০২১
শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ঢাকামুখী যাত্রীর চাপ বেড়েছে

রোববার (২৫ এপ্রিল) সকাল থেকেই মুন্সীগঞ্জের শিমুলিয়াঘাট এলাকায় ঢাকামুখী মানুষের চাপ বাড়তে থাকে।

যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় বাড়ানো হয়েছে ফেরির সংখ্যা। তবে নদী পার হওয়া যাত্রীদের বেশিরভাগকেই স্বাস্থ্যবিধি মানতে উদাসীন দেখা গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

সাফায়েত আহমেদ জানান, শিমুলিয়ায় ঘাটে গাড়ির চাপ নেই। তবে বাংলাবাজার ঘাটে গাড়ির চাপ বৃদ্ধি পাওয়ায় ফেরির সংখ্যা বাড়ানো হয়েছে। বর্তমানে যানবাহন ও যাত্রী পারাপারে ১৬টি ফেরির মধ্যে ১২টি ফেরি চালু রয়েছে। গাড়ির চাপ কমে গেলে আবারও ফেরির সংখ্যা কমিয়ে সীমিত পরিসরে সচল রাখা হবে।

এ নৌরুটে স্পিডবোট ও লঞ্চ চলাচল পুরোপরি বন্ধ রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

রতন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়