ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাবুল আক্তার ৫ দিনের রিমান্ডে 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৬, ১২ মে ২০২১   আপডেট: ১৬:৪৫, ১২ মে ২০২১
বাবুল আক্তার ৫ দিনের রিমান্ডে 

চট্টগ্রামে মাহমুদা আক্তার মিতু হত্যার ঘটনায় দায়ের করা হত‌্যা মামলায় তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।  

বুধবার (১২ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান এ আদেশ দেন। বাবুল আক্তারকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া, মিতু হত্যায় বাবুল আক্তারের দায়েরকৃত মামলার ফাইনাল রিপোর্ট আদালতে দাখিল করা হয়। 

এর আগে বুধবার (১২ মে) দুপুরে বাবুল আক্তারকে প্রধান আসামি করে মিতুর বাবা মোশাররফ হোসেন বাদি হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ওই হত্যাকাণ্ডে বাবুলের সম্পৃক্ততা পাওয়ার কথা জানানোর পর মিতুর বাবা এ মামলা করেন। 

মামলা দায়েরের পর মিতুর বাবা সাংবাদিকদের বলেন, ‘বাবুল এই হত‌্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। খুনের মোটিভ হলো কক্সবাজারে থাকতে গায়েত্রী নামে এক নারীর সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। এ নিয়ে পারিবারিক কলহ হয়। এসব কারণেই অন‌্য আসামিদের যোগসাজসে মিতুকে হত‌্যা করা হয়।’

 

আরও পড়ুন  ## ‘তুই কোপালি ক্যান’- ২৭ সেকেন্ডের কল রেকর্ডে ফাঁসলেন বাবুল

              ## জঙ্গি নির্মূলের ‘হিরো’ থেকে ‘আসামি’ বাবুল আক্তার

              ## মিতু হত্যার পর ঘটনাক্রম

             ## বাবুল আক্তারের বিরুদ্ধে মামলা করতে পাঁচলাইশ থানায় মিতুর বাবা

              ## বাবুলকে গ্রেপ্তার দেখাতে আইনি প্রক্রিয়া শুরু

রেজাউল করিম/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়