ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

আম কুড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৭, ২২ মে ২০২১   আপডেট: ০৮:২৭, ২২ মে ২০২১
আম কুড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় আম কুড়াতে গিয়ে পা পিছলে পুকুরে পরে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ মে) সন্ধ্যায় তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের তারাটিয়া গ্রামে চেয়ারম্যান আব্বাস-উজ-জামানের পুকুরে পড়ে তাদের মৃত্যু হয়।

শিশুদের একজন তালম ইউনিয়নের মোক্তার হোসেনের মেয়ে মুক্তি খাতুন (৮), অপর শিশুটি তারই খালাতো ভাই কাজিপুর উপজেলার সোনামুখি গ্রামের নুকুল হোসেনের ছেলে আশিকুর রহমান (৭)।

শুক্রবার রাত ১০ টার দিকে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক এতথ্য নিশ্চিত করেছেন।

তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস-উজ-জামান জানান, সন্ধ্যায় এলাকায় ঝড় হলে পাড়ে আম কুড়াতে গিয়ে সম্ভবত শিশু দুটি পুকুর পা পিছলে পুকুরে পড়ে যায়।  খোঁজাখুঁজির পরে তাদের মৃতদেহ পুকুরে দেখতে পাওয়া যায়।  

ওসি জানান, চেয়ারম্যান তাকে শিশু দুটির মৃত্যুর খবর জানিয়েছেন।  তবে থানায় কোনো অভিযোগ আসেনি।  এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অদিত্য রাসেল/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়