ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঘূর্ণিঝড় ইয়াস: কোলের শিশু কেড়ে নিলো সর্বনাশা স্রোত

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৮, ২৬ মে ২০২১   আপডেট: ১৭:৫৫, ২৬ মে ২০২১
ঘূর্ণিঝড় ইয়াস: কোলের শিশু কেড়ে নিলো সর্বনাশা স্রোত

ফাইল ফটো

বরগুনার বেতাগীতে ঘূর্ণিঝড় ইয়াস-এর প্রভাবে তীব্র স্রোতের মুখে পড়ে মায়ের কোল থেকে ভেসে গেছে তিন বছরের এক শিশু। ঘণ্টাব্যাপী খোঁজাখুঁজির পর শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেছে এলাকাবাসী।

বুধবার (২৬ মে) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান রাইজিংবিডিকে জানান, ঘূর্ণিঝড় ইয়াস-এর প্রভাবে অতিরিক্ত স্রোতের চাপে বেতাগীর সরিষামুড়ি ইউনিয়নের দক্ষিণ কালিকাবাড়ি গ্রামের বিষখালি নদীর প্রতিরক্ষা বাঁধটি ভেঙে যায়। এতে ওই গ্রামসহ আশপাশের এলাকা প্লাবিত হয়।

এসময় ওই গ্রামের বাসিন্দা মো. স্বপন মিয়ার স্ত্রী নাজনেহার তার ছেলে ইমামুল হোসেনকে (৩) নিয়ে প্বার্শবর্তী একটি আশ্রয়কেন্দ্রে যাচ্ছিলেন। পথে তীব্র স্রোতের মুখে পড়েন তিনি। স্রোতের টানে মায়ের কোল থেকে শিশু সন্তানটি ভেসে যায়। 

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন ঘটনাস্থল পরিদর্শন করে ওই পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করার কথা জানান। তিনি বলেন, ‘ঘটনাটি দুঃখজনক।’

ইমরান হোসেন/সনি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়