ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা সাজ্জাদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫০, ১৮ জুলাই ২০২১  
চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা সাজ্জাদ গ্রেপ্তার

ফেসবুকে নিজ দলের নেতার বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার অপরাধে ঢাকা থেকে গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম মহানগরের সভাপতি সাজ্জাদ হোসেন।

রোববার (১৮ জুলাই) ভোররাতে ঢাকার রূপনগর এলাকার বোনের বাসা থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

আরো পড়ুন:

এর আগে চট্টগ্রামের কোতোয়ালি ও সাতকানিয়া থানায় সাজ্জাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দুইটি মামলা দায়ের করা হয়।

আওয়ামী লীগ নেতা সাজ্জাদকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন সাজ্জাদের বোন শামিমা আক্তার।

তিনি গণমাধ্যমকে জানান, ভোর রাতে ডিবি পুলিশ তার বাসা থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার প্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলা থাকার কথা পুলিশ জানিয়েছে।

অপরদিকে, রূপনগর থানার এসআই সুমন বণিক সাজ্জাদ নামের একজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।

উল্লেখ্য, কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও তার ছোট ভাই কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ডা. বিদ্যুৎ বড়ুয়ার বিরুদ্ধে ফেসবুকে বেফাঁস মন্তব্য করে স্ট্যাটাস দেওয়ার অভিযোগ রয়েছে আওয়ামী লীগ নতা সাজ্জাদের বিরুদ্ধে। সেই স্ট্যাটাসের পর গত মঙ্গলবার (১৩ জুলাই) চট্টগ্রামের সাতকানিয়া থানায় সাজ্জাত হোসেনসহ দু’জনের নামে মামলা করেন দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সাতকানিয়া পৌরসভার মেয়র মো. জোবায়ের। একই দিন নগরের কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে সাজ্জাত হোসেনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের স্বেচ্ছাসেবক শেখ মোহাম্মদ ফারুক চৌধুরী।

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়