ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

তিস্তার পানি বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপরে

লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২২, ১৯ আগস্ট ২০২১   আপডেট: ২০:৩১, ১৯ আগস্ট ২০২১
তিস্তার পানি বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপরে

বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীতে পানি বাড়ছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল থেকে তিস্তার পানি বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। লালমনিরহাটের বেশকিছু এলাকায় নদীভাঙন দেখা দিয়েছে। কমপক্ষে ৪ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এ জেলায়।

বৃহস্পতিবার সকাল থেকে লালমনিরহাটের হাতিবান্ধার দোয়ানী ব্যারাজ পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে বইতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে পানি আরও বাড়ছে। সন্ধ্যা ৬টায় ব্যারাজ পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

পানি উন্নয়ন বোর্ড রাইজিংবিডিকে এসব তথ‌্য নিশ্চিত করেছে।

পানি বেড়ে যাওয়ায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম; হাতিবান্ধার সানিয়াজান, সিন্দুর্না, গড্ডিমারী, পাটিকা পাড়া; কালীগঞ্জের ভোটমারী, শোলমারী, কৈমারী, কালিকাপুর; আদিতমারীর মহিষখোচা, গোবর্ধন, কুটিরপাড়; সদর উপজেলার কালমাটি, রাজপুর, খুনিয়াগাছসহ বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে অন্তত ২২টি গ্রামের প্রায় ৪ হাজার পরিবার। তলিয়ে গেছে ফসলের খেত, ভেসে গেছে বিভিন্ন মৎস্য খামার। গবাদি পশু নিয়েও বিপাকে পড়েছেন মানুষজন।

পানির চাপ নিয়ন্ত্রণ ও ব্যারাজ রক্ষায় ৪৪টি জলকপাট খুলে রেখেছে পানি উন্নয়ন বোর্ড।

ফারুক/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়