ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পদ্মায় ধরা পড়ল ১৬ কেজির বোয়াল

রাজবাড়ী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৬, ৩০ আগস্ট ২০২১   আপডেট: ১১:৫৪, ৩০ আগস্ট ২০২১
পদ্মায় ধরা পড়ল ১৬ কেজির বোয়াল

রাজবাড়ী ও ফরিদপুরের সীমানায় কামাড়ডাঙ্গী এলকায় পদ্মার মোহনায় ১৬ কেজি ওজনের বিশাল আকৃতির বোয়াল মাছ ধরা পড়েছে।

সোমবার (৩০ আগস্ট) সকাল ৬টার দিকে পলাশ হালদার নামের এক জেলের জালে এই বিশাল বোয়াল মাছটি ধরা পড়ে।

আরো পড়ুন:

পলাশ হালদার জানান, দৌলত‌দিয়া ঘা‌টের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ মাছ‌টি একটু লা‌ভের আশায় মাছটি তার কাছ থে‌কে কি‌নে নেন। এরপর সকাল সা‌ড়ে ৭টার দি‌কে দৌলত‌দিয়া ঘা‌টের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখের নিকট থে‌কে মাছ‌টি ২ হাজার ৩শ টাকা কে‌জি দ‌রে মোট ৩৬ হাজার ৮শ টাকায় ফ‌রিদপুর মধুখালীর এক ব্যবসায়ী মাছ‌টি কি‌নে নেন।

আরও পড়ুন: জেলের জালে ধরা পড়লো ১০ মণের শাপলা পাতা মাছ 

মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ জানান, পদ্মার মাছ এম‌নি‌তেই  সুস্বাদু। তারপর য‌দি হয় বড় আকা‌রের, তাহ‌লে তো কথাই নাই। সব সময় পদ্মার মা‌ছের চা‌হিদা থা‌কে। বড় বড় ব্যবসায়ী, শিল্পপ‌তিরা ব‌লে রা‌খে। ভাল মাছ পে‌লে তা‌দের দি‌তে। কিন্তু সব সময় তো বড় মাছ পাওয়া যায় না। আজকের মাছ‌টি কেনার স‌ঙ্গে স‌ঙ্গেই কে‌জি‌তে ১শ টাকা লা‌ভে বি‌ক্রি ক‌রেছন তিনি।

সুকান্ত/সারা/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়