ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

পাচারের সময় বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৫, ৩০ আগস্ট ২০২১   আপডেট: ১৭:২১, ৩০ আগস্ট ২০২১
পাচারের সময় বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট নতুন রাস্তা এলাকায় অভিনব কায়দায় পাচারের সময় বিপুল পরমাণ অবৈধ সেগুনকাঠসহ একটি কাঠবোঝাই ট্রাক জব্দ করেছে বন বিভাগ।

সোমবার (৩০ আগস্ট) ভোররাতের দিকে চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোস্তফা আল হোসাইনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে এই কাঠ জব্দ করা হয়।

শোভনছড়ি বিট কর্মকর্তা রা‌ফি উদ দৌলা সরদার সত্যতা নিশ্চিত করেছেন।

বিট কর্মকর্তা রা‌ফি উদ দৌলা জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশনায় ফটিকছড়িতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই সময় ফটিকছড়ি উপজেলার নতুন রাস্তার মাথা নামক এলাকায় ঢাকা মেট্রো- ট-১৮-৫৩৬৫ নম্বরের একটি কাঠ ভর্তি ট্রাক জব্দ করা হয়। পরে ট্রাকটি তল্লাশি চালিয়ে প্রায় ১৬ লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ সেগুন গামারি গর্জনসহ বিভিন্ন প্রজাতির কাঠ জব্দ করা হয়। অভিযানে সহকারী বন সংরক্ষক ছাড়াও  সহকারী রেঞ্জ কর্মকর্তা খন্দকার ম‌নিরুল ইসলাম ও উত্তর বন বিভাগের একটি সশস্ত্র টিম অংশ নেন। জব্দ করা কাঠ এবং ট্রাক বন বিভাগের হেফাজতে জব্দ করা হয়েছে। এ ব্যাপারে বন মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়