ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

ইউএনও’র উদ্যোগে সুস্থ হয়ে উঠছে নবজাতক

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩০, ১১ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ২২:০৪, ১১ সেপ্টেম্বর ২০২১
ইউএনও’র উদ্যোগে সুস্থ হয়ে উঠছে নবজাতক

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার উজ্জলপুর এলাকার একটি ব্রিজের নিচ থেকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার হওয়া ছেলে নবজাতকটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।

চুনারুঘাট উপজেলার ইউএনও সিদ্ধার্থ ভৌমিকের মহতি উদ্যোগে নবজাতক শিশুটির চিকিৎসা চলছে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে। পুরোপুরি সুস্থ হলে এ নবজাতককে সিলেট ছোটমনি নিবাসে হস্তান্তর করা হবে।

শনিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন ইউএনও সিদ্ধার্থ ভৌমিক।

এর আগে শুক্রবার (১০ সেপ্টেম্বর) উজ্জলপুর ব্রিজের নিচে বাজারের ব্যাগে মোড়ানো অবস্থায় ওই শিশুকে উদ্ধার করা হয়।

জানা গেছে, উদ্ধারের পরপরই ইউএনও’র নির্দেশে নবজাতক শিশুটিকে চিকিৎসার জন্য চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।  এ হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরই নবজাতকের উন্নত চিকিৎসার প্রয়োজন হয়।  বিষয়টি জেনে ইউএনও সিদ্ধার্থ ভৌমিক উদ্যোগ গ্রহণ করেন। ওই দিন রাত সাড়ে ৮টার দিকে নবজাতককে  হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেন।  সেই থেকে এ পর্যন্ত সমাজসেবা অধিদপ্তরের দেখভালে চিকিৎসা চলছে শিশুটির।  

ইউএনও সিদ্ধার্থ ভৌমিক বলেন, ‘শিশুটির পিতৃপরিচয় পাওয়া যায়নি।  উন্নত চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।  ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে শিশুটি।

মামুন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়