ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঘরে আগুন দিয়ে সন্তানদের নিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৯, ১৯ সেপ্টেম্বর ২০২১  
ঘরে আগুন দিয়ে সন্তানদের নিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা

লক্ষ্মীপুরে ঘরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে চার সন্তানসহ মা মাহমুদা বেগম বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে খবর পাওয়া গেছে।

পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে শনিবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন:

পারিবারিক কলহের জের ধরে পৌর শহরের মিয়া রাস্তার মাথা নামক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা যায়।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌর শহরের মিয়া রাস্তার মাথা নামক এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন বাংলাদেশ মেডিকেলের মালিক নাদিম ও তার স্ত্রী মাহমুদা বেগম।  দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে পারিবারিক কলহ চলে আসছে।  এতে প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো।

শনিবার রাতে মাহমুদা ঘরের দরজা বন্ধ করে তার তিন ছেলে জুলহাস (১০), মুর্তজা (৭), আরমান (৫) ও মেয়ে পান্নাকে (৬) জুসের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দেন।  পরে তিনি নিজেও বিষ পান করেন।  সবার মৃত্যু নিশ্চিত করতে মাহমুদা ঘরের দরজা বন্ধ করে ভেতরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।  

পরে শিশুদের চিৎকার শুনতে পেয়ে স্থানীয় লোকরা এগিয়ে যেয়ে সবাইকে উদ্ধার করে এবং হাসপাতালে ভর্তি করে।

কি কারণে শিশুদের বিষ দিয়ে নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন এ বিষয়ে জানতে চাইলেও কোনো উত্তর দিতে রাজি হননি মাহমুদ।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক  ডা. কমলাশীষ জানান, বিষক্রিয়া নিয়ে একই পরিবারের পাচজন হাসপাতালে ভর্তি হন।  তাদের চিকিৎসা চলছে।  তাদের আশঙ্কামুক্ত হতে ৭২ ঘণ্টা সময় লাগবে।।  

ঘটনা জানতে ভুক্তভোগীদের বাড়িতে গিয়ে দেখা গেছে, ঘরের আসবাবপত্র এলামেলো অবস্থায় পুড়ে ছাই হয়ে পড়ে আছে।  

মাহমুদার স্বামী নাদিম বলেন, ‘স্ত্রীর বেপরোয়া জীবন যাপনে সংসারে অশান্তি লেগে থাকতো। সব সময় টাকা পয়সা চাইতো না দিলে সন্তানদের নিয়ে আত্মহত্যার হুমকি দিত।’

পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ইমদাদুল জানান, পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটেছে।

জাহাঙ্গীর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়