ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বোমা বিষ্ফোরণ মামলার আসামি গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪০, ২০ সেপ্টেম্বর ২০২১  
বোমা বিষ্ফোরণ মামলার আসামি গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুরে বোমা বিষ্ফোরণ মামলার পলাতক আসামি আশিককে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সীমান্ত সংলগ্ন বিলগাথুয়া গ্রামের একটি মরিচ ক্ষেত থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আশিক একই গ্রামের সালাম মন্ডলের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, চলতি বছরের ১৯ আগস্ট দুপুরে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বিলগাথুয়া মধ্যপাড়া গ্রামে আবু বক্করের বসত বাড়িতে বোমার বিষ্ফোরণ ঘটে। এ সময় বোমা তৈরির কারিগর আবু বক্কর (৩২) গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়।  মামলায় পলাতক আসামি হিসেবে আশিকের নাম ছিল।  

সোমবার তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা। পরে তাকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, বোমা বিষ্ফোরন ঘটনার পর পরই দৌলতপুর থানা পুলিশ বিলগাথুয়া মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সাবেক মেম্বর আবুল কালামসহ তিনজনকে গ্রেপ্তার করলেও এ মামলার অপর আসামিরা এখনও পলাতক রয়েছে।

কাঞ্চন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ