ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৪, ২২ সেপ্টেম্বর ২০২১  
সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় আহত হাসান আলী (৪০) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার সময় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরো পড়ুন:

বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। 

হাসান আলী কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের মাজিহাট এলাকার শফিউদ্দিনের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের ঢাকার খিলখেত থানায় কনস্টেবল পদে চাকরি করতেন।

ওসি গোলাম মোস্তফা জানান, মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) কুষ্টিয়া-মেহেরপুর সড়কের তালতলা মসজিদ সংলগ্ন রাস্তার ওপরে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন হাসান আলী। পরে স্থানীরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার চিকিৎসার অবনিত হলে চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার্ড করে। ঢাকা নেওয়ার পথে রাত ২টার দিকে তার অবস্থা আরও খারাপ হয়। এসময় পরিবারের লোকজন তাকে মানিকগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

কাঞ্চন/বুলাকী

সর্বশেষ

পাঠকপ্রিয়