Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২৭ অক্টোবর ২০২১ ||  কার্তিক ১১ ১৪২৮ ||  ১৯ রবিউল আউয়াল ১৪৪৩

Risingbd Online Bangla News Portal

লালন শাহ সেতুতে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৯, ২৩ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ০৮:৩৮, ২৩ সেপ্টেম্বর ২০২১
লালন শাহ সেতুতে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় মোশাররফ (২৪) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে লালন শাহ সেতুর ওপরে এ দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মোশাররফ রূপপুর আণবিক প্রকল্পের শ্রমিক ছিলেন। তিনি ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের ছেলে।

ওসি মজিবুর রহমান জানান, মোশাররফ মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। সেতুর ওপর ডিম বহনকারী নছিমনের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে তিনি সড়কে ছিটকে পড়েন।

এ সময় পেছন দিক থেকে আসা বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

কাঞ্চন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়