ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্মার্টফোন না পেয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৫, ২৩ সেপ্টেম্বর ২০২১  
স্মার্টফোন না পেয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা

রংপুরের গঙ্গাচড়ায় স্মার্টফোন কিনে না দেয়ায় রিয়াদ হোসেন (১৪) নামে এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সিটিসেল টাওয়ার সংলগ্ন দোলাপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।  

আরো পড়ুন:

নিহত রিয়াদ হোসেন একই গ্রামের হুমায়ুন কবীরের ছেলে। সে গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রিয়াদ অনেক দিন থেকে তার বাবা মায়ের কাছে একটি স্মার্ট ফোন চাচ্ছিল। আর্থিক অস্বচ্ছলতার কারণে তার পরিবার ফোন কিনে দিতে না পারায় রিয়াদ বাবা মার সঙ্গে অভিমান করে। বৃহস্পতিবার বাড়িতে কেউ না থাকার সুযোগে রিয়াদ ফ্যানের সঙ্গে রশি বেঁধে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসাপাতালের কর্তব্যরত চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন।

গঙ্গাচড়া মডেল থানার এসআই আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। কোন অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমিরুল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়