ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

দুদকের মামলায় ওসি প্রদীপের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৮, ৭ অক্টোবর ২০২১   আপডেট: ১৮:২৮, ৭ অক্টোবর ২০২১
দুদকের মামলায় ওসি প্রদীপের জামিন নামঞ্জুর

অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় জামিন পাননি টেকনাফ থানার বরখাস্ত ওসি ও মেজর সিনহা হত্যা মামলার প্রধান আসামি ওসি প্রদীপ। 

বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও মহানগর বিশেষ ট্রাইব্যুনালে ওসি প্রদীপের জামিন আবেদনের ওপর শুনানি হয়। পরে বিচারক শেখ আশফাকুর রহমান জামিন আবেদন নামঞ্জুর করেন। দুদকের আইনজীবী মাহমুদুল হক এতথ্য নিশ্চিত করেছেন।  

মাহমুদুল হক বলেন, ‘অবৈধ সম্পদ অর্জনের মামলায় ওসি প্রদীপের জামিন আবেদনের শুনানি হয়েছে। পরে আদালত উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে প্রদীপের জামিন আবেদন নামঞ্জুর করেন। 

প্রসঙ্গত, ওসি প্রদীপ ও তার স্ত্রীর অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে দুদকের করা মামলায় গত ২৬ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন। ১ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র গৃহীত হয়। এই মামলায় ওসি প্রদীপ গ্রেপ্তার থাকলেও তার স্ত্রী চুমকি শুরু থেকেই পলাতক আছেন।

রেজাউল/সুমি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়