ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মুন্সীগঞ্জে ইলিশ ধরায় ৩৭ জেলেকে কারাদণ্ড

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫০, ১৭ অক্টোবর ২০২১  
মুন্সীগঞ্জে ইলিশ ধরায় ৩৭ জেলেকে কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা সংলগ্ন পদ্মা নদীতে ইলিশ ধরার সময় ৫৫ জেলেকে আটক করা হয়। পরে ভ্রম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতদের মধ্যে ৩৭ জনকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউসার হামিদ। ।

এছাড়া অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ১৮ জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেন বিচারক। 

রোববার  (১৭ অক্টোবর) দুপুরে লৌহজং উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ এতথ্য নিশ্চিত করেন। 

আসাদুজ্জামান আসাদ জানান, শনিবার (১৬ অক্টোবর) মধ্যরাত থেকে রোববার সকাল পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন অংশে ইলিশ রক্ষায় অভিযান চালান উপজেলা মৎস্য কার্যালয়ের কর্মকর্তারা। অভিযান চলাকালে ১ লাখ ২০ হাজার মিটার কারেন্টজালসহ একটি মাছ ধরার নৌকা ও ২৫০ কেজি ইলিশ জব্দ করা হয়।

পরে রোববার দুপুরে আটককৃতদের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউসার হামিদের ভ্রম্যমাণ আদালতে হজির করা হয়। এ সময় আদালত ৩৭ জেলেকে ১৫ দিন করে কারাদণ্ড দেন। অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ১৮ জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেন বিচারক। 

তিনি আরও জানান, দুপুরে জব্দ করা ইলিশ মাছ স্থানীয় বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়ে। এছাড়া কারেন্ট জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে।

রতন/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়