Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ০৪ ডিসেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ২০ ১৪২৮ ||  ২৭ রবিউস সানি ১৪৪৩

বগুড়ায় জমি সংক্রান্ত বিরোধে যুবককে হত্যা

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৮, ২২ অক্টোবর ২০২১   আপডেট: ১৫:৩১, ২২ অক্টোবর ২০২১
বগুড়ায় জমি সংক্রান্ত বিরোধে যুবককে হত্যা

বগুড়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জাহেদুর রহমান জাহেদ (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়ছেন আরো চারজন।

শুক্রবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের রহমতবালা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাহেদ ওই গ্রামের হারুনুর রশিদের ছেলে। তিনি সিএনজি চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি খাস জমিতে খড়ের পালা তোলা নিয়ে অনেক দিন ধরে জাহেদ ও একই গ্রামের নূর আমিনের ছেলে সজিব হাসানের বিরোধ চলছিল। শুক্রবার সকালে সার্ভেয়ার ডেকে উভয় পরিবারের পক্ষ থেকে জায়গা মাপযোগ করা হচ্ছিলো। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি সৃষ্টি হয়। এরই এক পর্যায়ে সজিব জাহেদকে ছুরিকাঘাত করেন সজিব। এরপর উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাদল, তাহের, নূর ইসলাম এবং নূরজাহান নামে ৪ জন আহত হন।

গুরুতর অবস্থায় জাহেদকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। আহতদের বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা্ (ওসি) সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাহেদের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় জড়িত সজিব হাসানকে ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

এনাম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়