ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কলেজছাত্র রাহাত হত্যার ঘটনায় মামলা  

সিলেট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৬, ২৩ অক্টোবর ২০২১   আপডেট: ১১:০৭, ২৩ অক্টোবর ২০২১
কলেজছাত্র রাহাত হত্যার ঘটনায় মামলা  

সিলেটে দক্ষিণ সুরমা সরকারি কলেজ ক্যাম্পাসে ঢুকে প্রকাশ‌্যে কলেজছাত্র আরিফুল ইসলাম রাহাতকে (১৮) খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২২ অক্টোবর) মধ্যরাতে নিহতের চাচা সফিকুল ইসলাম বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় এই হত্যা মামলা দায়ের করেন।

শনিবার (২৩ অক্টোবর) সকালে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি কামরুল হাসান তালুকদার জানান, শুক্রবার বিকেলে নিহত আরিফুল ইসলাম রাহাতকে তার গ্রামের বাড়ি দক্ষিণ সুরমার তেতলীতে মসজিদে জানাজা শেষে দাফন করা হয়েছে। দাফন কাফনে ব্যস্ত থাকায় থানায় এজাহার দিতে কিছুটা বিলম্ব হয়। শুক্রবার মধ্যরাতে নিহতের চাচা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় ছাত্রলীগকর্মী সামসুদ্দোহা সাদিকে প্রধান করা হয়েছে এবং আরও দুইজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ওই মামলায় অজ্ঞাত আরও ৬/৭ জনকে আসামি করা হয়েছে। তবে এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি। পুলিশ মামলার আসামিদের ধরতে প্রাণপণ চেষ্টা করছে।  

উল্লেখ‌্য, সিনিয়র-জুনিয়র নিয়ে পূর্ব বিবাদের জেরে বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় দক্ষিণ সুরমা সরকারি কলেজ ফটকে রাহাতকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সামসুদ্দোহা সাদি (২০)। কিন্তু এ ঘটনার পর এখন পর্যন্ত মামলার প্রধান আসামি ছাত্রলীগ কর্মী সামসুদ্দোহা সাদীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 

আরও পড়ুন: সিলেটে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

রাহাত হত্যাকাণ্ডে দক্ষিণ সুরমা কলেজ তিন দিন বন্ধ ঘোষণা

নুর/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়