ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মানিকগঞ্জ জেলা হাসপাতালে ৬ ডেঙ্গু রোগী

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৮, ২৬ অক্টোবর ২০২১  
মানিকগঞ্জ জেলা হাসপাতালে ৬ ডেঙ্গু রোগী

মানিকগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে বর্তমানে ৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বেলা ১১ টায় জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. কাজী একেএম রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. রাসেল বলেন, সেপ্টেম্বর মাসের ৯ তারিখ থেকে আজ (মঙ্গলবার) পর্যন্ত মোট ৮৬ জন ডেঙ্গু রোগী এ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ১ জন মারা গেছেন এবং ৯ জনকে রেফার্ড করা হয়েছে। বাকি ৭০ জন রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ বলেন, হাসপাতালে করোনার বাড়তি চাপ কমে গেছে। তবে গত এক মাসে ডেঙ্গুর প্রকোপ দেখা দিলেও পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা থাকায় রোগীরা সুস্থ হচ্ছেন। 

চন্দন/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়