ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘কুমিল্লার ঘটনার ইন্ধনদাতাদের বিচারের মুখোমুখি করতে হবে’ 

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৪, ২৮ অক্টোবর ২০২১  
‘কুমিল্লার ঘটনার ইন্ধনদাতাদের বিচারের মুখোমুখি করতে হবে’ 

ধর্ম প্রতিমন্ত্রী মো.ফরিদুল হক খান বলেছেন, ‘কুমিল্লার ঘটনাটি যারা ঘটিয়েছে তারা কোনো ধর্মের মানুষ হতে পারে না। তাদের পরিচয় হলো তারা অমানুষ। কুমিল্লার এ ঘটনার বাস্তবায়নকারী ইকবালের পেছনে কারা তাদের খুঁজে বের করতে হবে। এসব ঘটনার ইন্ধনদাতাদের বিচারের মুখোমুখি করতে হবে।’

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘২ বছর পর জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনকে সামনে রেখে এবং দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য একাত্তরের পরাজিত অপশক্তিরা ষড়যন্ত্র শুরু করেছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে রুখে দিতে হবে। কারণ বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে।’

কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল, ট্রাস্টি অংকুর জীৎ সাহা নব, জেলা পুলিশ সুপার মো.ফারুক আহমেদ প্রমুখ। এ সময় বিভিন্ন ধর্মের ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

আবদুর রহমান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়