ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পরিবহন ধর্মঘটে শঙ্কা বাড়ছে কাঁচামাল ব্যবসায়ীদের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৪, ৬ নভেম্বর ২০২১   আপডেট: ২০:২৩, ৬ নভেম্বর ২০২১
পরিবহন ধর্মঘটে শঙ্কা বাড়ছে কাঁচামাল ব্যবসায়ীদের

চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে বিভিন্ন পণ্য আমদানি করা হয়। এর মধ্যে প্রতিদিন ভারত থেকে আসে ২০ থেকে ২৫ ট্রাক ফল এবং ৫০ থেকে ৭০ ট্রাক পেঁয়াজ। এসব পণ্য দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। পরিবহন ধর্মঘট দীর্ঘায়িত হলে কাঁচামাল নষ্ট হতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

কাঁচামাল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যদি দুই-এক দিনের মধ্যে ধর্মঘট প্রত্যাহার করা না হয়, তাহলে অনেক পণ্য নষ্ট হয়ে যাবে। ফলে, ব্যবসায়ীরা আমদানি বন্ধ রাখবেন। তখন বাজারে কাঁচামালের সংকট দেখা দেবে।

আরো পড়ুন:

সোনা মসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক আতাউর রহমান রাজু বলেছেন, ‘ভারত থেকে পণ্যবাহী ট্রাক আসছে। আমদানি তো বন্ধ নেই। আজ (শনিবার) যে পেঁয়াজ ও ফল আসবে, সেগুলো পরিবহন নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। ট্রাক চলাচল তো বন্ধ সারা দেশে।’

শিয়াম/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়