ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বঙ্গবন্ধু মেডিক্যাল থেকে ৮ দালাল আটক

ফরিদপুর সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৩, ১৯ নভেম্বর ২০২১  
বঙ্গবন্ধু মেডিক্যাল থেকে ৮ দালাল আটক

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে ৮ দালালকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় কোতয়ালী থানা পুলিশ এক সংবাদ সম্মেলনে এতথ্য জানায়।

আরো পড়ুন:

এর আগে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে হাসপাতল এলাকা থেকে তাদের আটক করা হয়।  

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনদের বিভিন্ন ভাবে প্রতারণার মাধ্যমে প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে গিয়ে জোর করে টাকা আদায় করতো আটককৃতরা। তাছাড়া রোগীদের চিকিৎসাপত্র নিয়ে ওষুধ কিনে দেওয়ার কথা বলে বেশি দাম রাখার অভিযোগ আছে আটককৃত দালালদের বিরুদ্ধে। রোগী বা তাদের স্বজনরা টাকা দিতে না চাইলে তারা নানাভাবে হুমকি দিতো। 

তিনি আরো জানান, বৃহস্পতিবার রাতে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৮ দালালকে আটক করে। এ চক্রের সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল, পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের প্রমুখ।

উজ্জল/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়