ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

‘বিজয় দিবসে চাঁপাইনবাবগঞ্জে উড়বে ৫০ হাজার পতাকা’

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৮, ৬ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৭:৪৫, ৬ ডিসেম্বর ২০২১
‘বিজয় দিবসে চাঁপাইনবাবগঞ্জে উড়বে ৫০ হাজার পতাকা’

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেছেন, ‘বিজয় দিবসে ৫০ হাজার জাতীয় পতাকা উড়ানো হবে। এছাড়া বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পরপরই জাতীয় পতাকা এক সঙ্গে সবাই মিলে ৫০ সেকেন্ড প্রদর্শন করবে।’ 

সোমবার (৬ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। 

বিজয় দিবস উদযাপনে আইন শৃঙ্খলাসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ মাহবুব আলম খান।

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ মাহবুব আলম খান, মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন ও অ্যাডভোকেট আব্দুস সামাদ, পৌর মেয়র মোহম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকিউল ইসলাম, এডিএম দেবেন্দ্রনাথ উরাঁও, জেলা এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মোঃ মোজাহার আলী প্রমুখ।

শিয়াম/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়