ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লঞ্চে আগুন: ঢাকা নেওয়ার পথে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৪, ২৪ ডিসেম্বর ২০২১  
লঞ্চে আগুন: ঢাকা নেওয়ার পথে শিশুর মৃত্যু

লঞ্চে আগুন লাগার ঘটনায় গুরুতর দগ্ধ তাইফা (৭) নামে এক শিশু বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে মারা গেছে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নিহত তাইফার মামা বনি আমিন। 

আরো পড়ুন:

বনি আমিন বলেন, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগলে তার ভাগ্নি তাইফা ও দুলাভাই দগ্ধ হন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা খারাপ হওয়ায় শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তাইফাকে নিয়ে তিনি অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা হন। কিন্তু অ্যাম্বুলেন্সটি বরিশাল নগরীর আমতলার মোড় এলাকায় পৌঁছালে তাইফা মারা যায়।

বৃহস্পতিবার দিবাগত রাতে ঝালকাঠির পোনাবালীয়া ইউনিয়নের দেউরী এলাকায় ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

স্বপন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়