ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

লঞ্চ দুর্ঘটনা: পঞ্চম দিনেও নদীতে মিলছে লাশ

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৬, ২৮ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৮:৫৮, ২৮ ডিসেম্বর ২০২১
লঞ্চ দুর্ঘটনা: পঞ্চম দিনেও নদীতে মিলছে লাশ

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনার পঞ্চম দিনেও নদী থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় ৪২ জনের লাশ উদ্ধার করা হলো।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে বিষখালী নদীর চর ভাটারকান্দা এলাকা থেকে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়। তার বয়স ১৩ থেকে ১৪ বছর হবে বলে জানিয়েছে কোস্ট গার্ডের সদস্যরা।

এর আগে সকালে সুগন্ধা নদীর দক্ষিণ তীর থেকে ৩০ থেকে ৩৫ বছরের এক যুবকের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। লাশে আগুনে পোড়া চিহ্ন ছিল বলে জানা গেছে।

ঝালকাঠি সদর থানার ওসি আব্দুল মালেক বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ডের সদস্যরা দুপুরে ওই কিশোরের লাশ উদ্ধার করে। উদ্ধার হওয়া দুটি লাশেই আগুনে পোড়া চিহ্ন ছিল। লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বজনরা লাশ শনাক্ত করতে পারলে তাদের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

লঞ্চে আগুন: মালিকের বিরুদ্ধে মামলা, মিললো আরও এক লাশ

অলোক/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়