ঢাকা     শুক্রবার   ১০ মে ২০২৪ ||  বৈশাখ ২৭ ১৪৩১

সীমানা প্রচীর নিয়ে সংঘর্ষে নিহত ১, আটক ১

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৩, ৯ জানুয়ারি ২০২২   আপডেট: ১২:৪৩, ৯ জানুয়ারি ২০২২
সীমানা প্রচীর নিয়ে সংঘর্ষে নিহত ১, আটক ১

গাজীপুর কালিয়াকৈর উপজেলায় জমির সীমানা প্রাচীর নিয়ে সংঘর্ষে আব্দুল মান্নান মিয়া (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই জন। এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আফরোজা আক্তার ঝুমু নামে এক নারীকে আটক করেছে পুলিশ। 

নিহত মান্নান মিয়া উপজেলার মাঝুখান এলাকার মো. হযরত আলী মিয়ার ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, অনেক দিন ধরেই বাড়ির জমির সীমানা নিয়ে মান্নান মিয়ার সঙ্গে সেলিম নামে এক ব্যক্তির বিরোধ চলছিল। শনিবার (৮ জানুয়ারি) বিকেলে মান্নান দুই বাড়ির মাঝখানে টিনের বেড়া দেন। এ সময় সেলিম ও তার স্ত্রী ঝুমুর কয়েকজনকে নিয়ে হামলা চালান এবং টিনের বেড়াটি ভাঙচুর করেন। এ সময় বাধা দিতে গেলে আহত হন মান্নান মিয়াসহ তিনজন। পরে গুরুতর আহত অবস্থায় মান্নান মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রোববার (৯ জানুয়ারি) সকালে তাকে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই মান্নান মিয়া মারা যান। পরে খবর পেয়ে মৌচাক পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ঝুমুকে আটক করে।

নিহতের ছেলে জাহাঙ্গীর আলম বলেন, ‘তারা স্বামী স্ত্রী দীর্ঘদিন ধরে হুমকি দিচ্ছিল। আমার বাবাকে ওরা মেরে ফেলেছে, আমরা ওদের ফাঁসি চাই।’

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, ‘ঘটনাটি তদন্ত করা হচ্ছে, এ ঘটনায় এক জনকে আটক করা হয়েছে। বাকিদের দ্রুত আটক করা হবে। নিহতের লাশ থানায় রয়েছে। এ বিষয়ে বআইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ 

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়