ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

হবিগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৯, ১৮ জানুয়ারি ২০২২   আপডেট: ১০:১৪, ১৮ জানুয়ারি ২০২২
হবিগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে

হবিগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ৯৬ জনের নমুনা পরীক্ষায় এদের করোনা শনাক্ত হয়। 

আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ সদরে ১২ জন, বাহুবল উপজেলায় ৭ জন, বানিয়াচং উপজেলায় ২ জন, লাখাই উপজেলায় ৪ জন, নবীগঞ্জ উপজেলায় ১ জন রয়েছেন। করোনা শনাক্তের হার ২৭.০৮ শতাংশ।  

সোমবার (১৭ জানুয়ারি) মধ্যরাতে এসব তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল।

তিনি জানান, ২০২০ সালের ১১ এপ্রিল হবিগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। জেলায় এ পর্যন্ত মোট ৬ হাজার ৭৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ৪ হাজার ৬৯০ জন সুস্থ হয়েছেন। আর করোনায় প্রাণ গেছে ৪৮ জনের।

মামুন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ