ঢাকা     শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জেব্রার মৃত্যু: সাফারি পার্কের প্রকল্প পরিচালককে প্রত্যাহার

কালীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৭, ২ ফেব্রুয়ারি ২০২২   আপডেট: ২২:৩৬, ২ ফেব্রুয়ারি ২০২২
জেব্রার মৃত্যু: সাফারি পার্কের প্রকল্প পরিচালককে প্রত্যাহার

জাহিদুল কবির। ফাইল ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১১টি জেব্রা ও একটি বাঘের মৃত্যুর ঘটনায় পার্কের প্রকল্প পরিচালক জাহিদুল কবিরকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে নিয়োগ দেওয়া হয়েছে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল ঢাকার বন সংরক্ষক (চলতি দায়িত্ব) মোল্যা রেজাউল করিমকে।

বুধবার (২ ফেব্রুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দীপংকর বর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জানুয়ারি মাসে ১১টি জেব্রা ও একটি বাঘের মৃত্যু হয়। জেব্রা ও বাঘের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়িত্বে অবহেলাকারীদের শনাক্তকরণের লক্ষ্যে গঠিত মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সুষ্ঠু তদন্তের স্বার্থে সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবিরকে প্রত্যাহার করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রকল্প পরিচালক হিসেবে জাহিদুল কবিরের স্থলাভিষিক্ত করা হয়েছে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল ঢাকার বন সংরক্ষক (চলতি দায়িত্ব) মোল্লা রেজাউল করিমকে। তাকে তার নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত হিসেবে প্রকল্প পরিচালকের দায়িত্ব দেওয়া হয়।

রফিক/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়