ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কক্সবাজারে ভ্রমণে আসা তরুণীর মৃত্যু, গ্রেপ্তার ২

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৭, ১৮ মে ২০২২  
কক্সবাজারে ভ্রমণে আসা তরুণীর মৃত্যু, গ্রেপ্তার ২

কক্সবাজারে ভ্রমণে আসা লাবণী আকতার (১৯) নামে এক তরুণী চার দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। বুধবার (১৮ মে) দুপুরে তার মৃত্যু হয়। এদিকে এ ঘটনায় ওই তরুণীর সঙ্গে আসা চার বন্ধুর মধ্যে ২ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে অন্য দুই বন্ধু পালাতক আছেন।

কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) মো. সেলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া লাবণী আকতার ঢাকার যাত্রাবাড়ি এলাকার মনির হোসেনের মেয়ে।

আটককৃতরা হলেন, যাত্রীবাড়ি এলাকার কামরুল আলম (২০) ও আরিফ রহমান নিলু (২১)।

ওসি সেলিম জানান, গত ১১ মে লাবণী আকতার তার চার বন্ধুর সঙ্গে কক্সবাজারে বেড়াতে আসেন। তারা কলাতলীর বিচ হলি ডে নামের একটি আবাসিক হোটেল ওঠেন। হোটেলে থাকা অবস্থায় ১৪ মে অসুস্থ হয়ে পড়লে লাবনী আকতারকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৬ মে তরুণীকে আইসিইউতে হস্তান্তর করা হয়। বুধবার (১৮ মে) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

ওই তরুণীর সঙ্গে আসা চারজনের মধ্যে ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ১৫ মে পুলিশ হেফাজতে আনা হয়। তারা স্বীকার করেছে ওই তরুণী অতিরিক্ত মদ পান করেছিলেন।পরে একই দিন ৫৪ ধারায় আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, মেয়েটির অভিভাবকরা কক্সবাজারে এসেছেন। তারা এখনো কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 
 

তারেকুর/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়