ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সিসিকের সব কর্মচারীর ছুটি বাতিল

সিলেটে প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩২, ১৯ মে ২০২২   আপডেট: ১৬:৫৩, ১৯ মে ২০২২
সিসিকের সব কর্মচারীর ছুটি বাতিল

বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী

সিলেট মহানগরে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। ফলে নগরীর নিম্নাঞ্চলের পানি বন্দি মানুষের ভোগান্তি বেড়েছে। এমন সময় জনগণের দোরগোড়ায় প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে সিটি করপোরেশনের সব কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) লন্ডন থেকে ফিরে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এ কথা জানান। এ সময় তিনি মহানগরীর বন্যা কবলিত এলাকাসমূহ পরিদর্শন করেন।

মেয়র বলেন, ‘পানিবন্দী মানুষের দুর্ভোগ কমাতে সিসিক সন্ধ্যা ৭ টায় নগর ভবনে জরুরী সভা আহবান করেছে। পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত বন্যা পরিস্থিতির কারণে সিসিকের সব পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘খাবার পানির সঙ্কটে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। দ্রুত সময়ের মধ্যে প্লাবিত এলাকার পানিবন্দী মানুষের দোরগোড়ায় জরুরী স্বাস্থ্য সেবা পাঠানো হচ্ছে। খাবার পানির সংকট নিরসনে সিসিকের পক্ষ থেকে বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। বাড়ানো হচ্ছে আশ্রয় কেন্দ্রের সংখ্যাও।’ আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থানকরা মানুষদের খাবার, পয়ঃসুবিধা নিশ্চিতে সিসিকের ভ্রাম্যমাণ চিকিৎসক দল কাজ করছে বলেও জানান মেয়র।

পরে মেয়র সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও সিসিক কাউন্সিলরদের সঙ্গে নিয়ে নগরের উপশহর তেরোরতন, কিশোরী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্র, যতরপুর, সোহবানীঘাট, মাছিমপুর-ছড়ারপার, তালতলা, কাজিরবাজার, ঘাসিটুলা, কানিশাইল এলাকা পরিদর্শন করেন।

নূর আহমদ/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়