ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘শিক্ষাকে আনন্দময় করতেই নতুন শিক্ষাব্যবস্থা’

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৫, ১ জুন ২০২২   আপডেট: ১৬:৪০, ১ জুন ২০২২
‘শিক্ষাকে আনন্দময় করতেই নতুন শিক্ষাব্যবস্থা’

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘গবেষণার মাধ্যমে  আনন্দময় করে শিক্ষা দেওয়া গেলে সেই বিষয়টি আত্মস্থ করতে পারবেন শিক্ষার্থীরা। শিক্ষাকে আনন্দময় করতেই শিক্ষাব্যবস্থার পরিবর্তন। আমরা আগামী বছর থেকে শুরু হতে যাওয়া নতুন শিক্ষাব্যবস্থা নিয়ে সত্যি খুবই উজ্জীবিত।’ 

বুধবার (১ জুন) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্তৃক উদ্ভাবিত ব্লেন্ডেড লার্নিং সলিউশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে দিপু মনি বলেন, ‘আগামী শিক্ষা বছর থেকে আমাদের নতুন কারিকুলাম শুরু হচ্ছে। সেখানে অনেক চ্যালেঞ্জ থাকবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া। আমরা ইতোমধ্যেই এই প্রশিক্ষণ দিতে শুরু করে দিয়েছি। শিক্ষকদের যারা প্রশিক্ষণ দেবেন এবং শিক্ষা প্রশাসকসহ সবার প্রশিক্ষণ শুরু হয়ে গেছে। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করতে আমাদের এই নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতেই হবে।’ 

তিনি আরো বলেন, ‘শিক্ষার্থীদের কেউ অংকে আবার কেউ ফিজিক্সকে ভয় পায়। তাদের ভয় পাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে বর্তমানে যে পদ্ধতিতে তাদের পড়ানো হয় সেটি। অলিম্পিয়াড দেখেন সেখানে সব বয়সী শিশুর অংশগ্রহণ এবং তাদের মধ্যে কি উদ্দীপনা কাজ করেছে সেটিকে দেখেন। আমাদের শেখাটা যেন আনন্দময় হয় সেজন্য নতুন কারিকুলামে অলিম্পিয়াড শিক্ষকদের সংযুক্ত করেছি।’

এসময় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.ফরহাদ হোসেন। 

পরে শিক্ষামন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নবীন ও বিশ্ববিদ্যালয়ে কর্তৃক উদ্ভাবিত ব্লেন্ডেড লার্নিং সলিউশন শিক্ষার্থীদের ফুল ও সনদ প্রদান করেন।

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়