ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

হবিগঞ্জে বন্যা কবলিত ৪৫ ইউনিয়ন

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫০, ২২ জুন ২০২২  
হবিগঞ্জে বন্যা কবলিত ৪৫ ইউনিয়ন

বন্যার পানিতে তলিয়ে রয়েছে হবিগঞ্জের অনেক এলাকা

হবিগঞ্জ জেলার হাওরে বন্যার পানি বৃদ্ধি পেয়েছে। এতে নতুন করে আরো কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই জেলার ৬টি উপজেলার ৪৫টি ইউনিয়ন বন্যা কবলিত। 

এদিকে ১৭৩টি আশ্রয়কেন্দ্রে ১৩ হাজার ২৮৯ পরিবার অবস্থান করছে। যদিও বাস্তবে জেলার প্রায় ৫০ শতাংশ বন্যাকবলিত, তবে সরকারি হিসেবে পানিবন্দি পরিবারের সংখ্যা ১৬ হাজার ৮৫টি। 

হবিগঞ্জ জেলা প্রশাসন জানিয়েছে, আজমিরীগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়ন, নবীগঞ্জ উপজেলার ১১টি, বানিয়াচং উপজেলার ১৫টি, লাখাইয়ে ৬টি, হবিগঞ্জ সদরে ৬টি ইউনিয়ন এবং বাহুবল উপজেলার একটি ইউনিয়ন বন্যাকবলিত হয়েছে। মঙ্গলবার পর্যন্ত সরকারিভাবে ১০ লাখ টাকা, ১৪৫ মেট্রিক টন চাল এবং ২ হাজার প্যাকেট শুকনো খাবার দুর্গতদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। 

চিকিৎসার জন্য ২৯টি মেডিক্যাল টিম কাজ করছে। 

এদিকে কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, বন্যার পানিতে জেলার ১৫ হাজার ৭১০ হেক্টর আউশ, ১৪ হাজার ৬৩০ হেক্টর বোনা আমন, ১ হাজার ৫৯৭ হেক্টর শাকসবজি এবং ৫০ হেক্টর অন্য ফসলের জমি পানিতে তলিয়ে গেছে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মিনহাজ আহমেদ শোভন জানান, সোমবার কুশিয়ারা নদীর পানি স্থির ছিল। মাঝেমধ্যে এক সেন্টিমিটার বাড়লেও আবার কমে যাচ্ছে। তবে নবীগঞ্জ ও আজমিরীগঞ্জ উপজেলার লোকালয়ে বন্যার পানি আরও বাড়ার শঙ্কা রয়েছে। হবিগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া খোয়াই নদীর পানি ছিল বিপৎসীমার নিচে।

মামুন চৌধুরী/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ