ঢাকা     শনিবার   ০৪ মে ২০২৪ ||  বৈশাখ ২১ ১৪৩১

গরুর ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেলো কৃষকের 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১০, ৩০ জুন ২০২২  
গরুর ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেলো কৃষকের 

গাজীপুরের শ্রীপুরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে হযরত আলী (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে উপজেলার শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিমখন্ড গ্ৰামের কড়ইতলা নামক স্থানে এ বজ্রপাত ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান মনির।

নিহত হযরত আলী উপজেলার বারপোতা গ্রামের সাঈদ আলীর ছেলে। 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, হযরত আলী বারপোতা গ্রামের বাসিন্দা হলেও তিনি পার্শ্ববর্তী কড়ইতলা এলাকায় আখ ক্ষেতে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন। এ সময় হালকা বৃষ্টি পড়ছিল। বৃষ্টির মধ্যেই তিনি ঘাস কাটছিলেন। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত ঘটে। শব্দের পরপরই আশপাশের লোকজন হযরত আলীকে মাঠে পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে বুঝতে পারেন বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।

রফিক/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়